স্টাফ রিপোর্টার ॥ পুলিশ সুপার রেজাউল হক খান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বদলীজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক পুলিশ লাইন্সে বিভিন্ন আয়োজনে মধ্য দিয়ে পুলিশ সুপার রেজাউল হক খান (অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতিপ্রাপ্ত) বদলী জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের সাথে কর্মকালীন ঘটনাবলী নিয়ে স্মৃতিচারণ করেন। তাছাড়াও এ সময় বিদায় জানাতে গিয়ে অনেকেই আবেগ আপ্লোত হয়ে পড়েন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সহ জেলার বিভিন্ন পদবীর অফিসার ও সদস্য।
Leave a Reply