মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় আরফান মিয়া (২৪) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ২ আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত আরফান উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের রহিম বাদশার ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট আন্ত মহাসড়কের সুরমা চা বাগান আমতলিতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী আরফান মিয়াসহ ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে সাতছড়ি বনে ঘুরতে যান। বিকেলে ফেরার পথে সুরমা চা বাগান আমতলি এলাকায় পৌঁছালে চুনারুঘাট অভিমূখী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আরফান মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। তার সাথে থাকা ২ আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে উপজেলার হরিণখোলা এলাকায় বাশেঁর আঘাতে অটোরিক্সা সিএনজি আরোহী আব্দুল মন্নাফ (৮০) নিহত হয়েছেন। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের মুত মন্তাজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জনৈক জাকির হোসেন কাঁেদ করে বরাক বাঁশ নিয়ে যাচ্ছিল। এ সময় একটি অটোরিক্সা সিএনজি হর্ণ বাজালে রাস্তার পাশে যেতে গিয়ে অসাবধানবশত একটি বাঁশ সিএনজিতে বসা মন্নাফ মিয়ার বুকে ঢুকে যায়। ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply