লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের ধর্মপুর গ্রামের ৫নং ওয়ার্ডে অবস্থিত ব্রিজটি অতি ঝুঁকিপূর্ণ হওয়ায় গ্রামবাসী আতংকে রয়েছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, এই ব্রিজটি প্রায় ৪০ বছর পূর্বে নির্মিত এবং অতি উচ্চ হওয়ায় বিভিন্ন যানবাহন চলাচলের সময় ব্রিজটি থরথর করে কেঁপে উঠে। ফলে জনসাধারণের মাঝে বিরাজ করছে আতংক।
এ বিষয়ে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী রহমান জানান, আমার বয়স যখন ৫ বছর তখনকার সময়ে এই ব্রিজটি অপরিকল্পিতভাবে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এই ব্রিজটি দিয়ে মালবাহী যানচলাচল করার সময় ব্রিজটি থরথর করে কেঁপে উঠে। ফলে গ্রামীবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি। ধর্মপুর গ্রামের একাধিক লোকের সাথে আলাপকালে তারা বলেন, জরুরী ভিত্তিতে ব্রিজটি পূনঃনির্মাণ না করা হলে যে কোন সময় দুর্ঘটনা ঘটে প্রাণহানী ঘটতে পারে।
এ বিষয়ে লাখাই উপজেলার স্থানীয় সরকার অধিদপ্তরের প্রকৌশলী এহতেশামুল হক বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরাদ্দ আসলে এই ব্রিজটি পুনঃনির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়া বলেন, দীর্ঘদিনের পুরনো ব্রিজ এবং অতিরিক্ত উচু হওয়ায় ব্রিজটি ঝুঁকিপূর্ণ। ধর্মপুর এলাকা ঝুঁকিমুক্ত করার জন্য ব্রিজটি পূনঃনির্মাণ খুবই জরুরী।
Leave a Reply