বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অবৈধভাবে টিলা কেটে সমতল করে মাটি বিক্রির অভিযোগ উঠেছে কিশান কৈরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ জায়গার মালিকানা নিয়েও দুইপক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে উপজেলার হরিতলা এলাকার ফয়জাবাদ মহালদার বাগানের পাশে।
জানা যায়, উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ বাগানের রাধেশ্যাম কৈরী মেম্বারের ভাই কিশান কৈরী দীর্ঘদিন যাবত টিলা কেটে অবৈধভাবে মাটির ব্যবসা করে আসছেন। গতকাল শনিবার সকালে ফয়জাবাদ মৌজায় একটি টিলার কেটে মাটি বিক্রি শুরু করেন। দুপুর ১২টার দিকে জায়গার মালিকানা দাবী করে বাহুবল সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল খালেক ও তার লোকজন বাঁধা দেন। কিন্তু কিশান কৈরী তাদের বাঁধা অতিক্রম করে ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক এক্সেভেটার দিয়ে টিলা কেটে সমতল করে মাটি উত্তোলন করতে থাকেন। এক পর্যায়ে আব্দুল খালেক মেম্বার ও তার পরিবারের লোকজন থানা পুলিশের দ্বারস্থ হলে খবরটি কিশান কৈরীর কাছে পৌঁছালে সে দ্রুত এক্সেভেটার নিয়ে অন্যত্র চলে যায়। এ ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলামের নির্দেশে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সূত্রে জানা গেছে, কিশান কৈরীকে থানায় আসার জন্য বলা হয়েছে।
Leave a Reply