স্টাফ রিপোর্টার ॥ দৈনিক বিজয়ের প্রতিধ্বনিতে ‘চুনারুঘাট জহুর আলীর মৃত্যু রহস্যে ঘেরা ॥ এখনো কেউ গ্রেফতার নেই’ শিরোনামে প্রকাশিত সংবাদটি হবিগঞ্জ কগনিজেন্স কোর্ট-২, (চুনারুঘাট) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান স্বপ্রণোদিত (ংঁড় সড়ঃড়) হয়ে মিস মামলা করা হয়। গতকাল রবিবার (১৯ জানুয়ারি) এ মর্মে একটি প্রেসনোট প্রদান করা হয়। আদালতের নির্দেশে বলা হয়- পুলিশ পরিদর্শক পদ পর্যাদার কর্মকর্তার নিম্নে নয় এরূপ পুলিশ অফিসারকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে সরেজমিনে তদন্তপূর্বক আগামী ৫ ফেব্রুয়ারি’র মধ্যে বিস্তারিত প্রতিবেদন আদালতে দাখিল করতে। প্রেসনোটে যা বলা হয়েছে তা হুবুহু তুলে ধরা হলো।
দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকায় গত ১৩ জানুয়ারি, ২০২৫খ্রি. তারিখের প্রথম পাতায় প্রধান শিরোনামে ‘চুনারুঘাট জহুর আলীর মৃত্যু রহস্যে ঘেরা। এখনো কেউ গ্রেফতার নেই’ একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি অদ্য ১৯/০১/২০২৫খ্রি. তারিখে কগনিজেন্স কোর্ট-০২, (চুনারুঘাট), হবিগঞ্জ’র দৃষ্টিগোচর হলে আদালত স্বপ্রণোদিত (ংঁড় সড়ঃড়) হয়ে মিস মামলা দায়ের করে। সংবাদ বিশ্লেষনে দেখা যায় যে, হবিগঞ্জ জেলার একটি সীমান্তবর্তী উপজেলা চুনারুঘাট এবং মৃত ভিকটিম জহুর আলী চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামের বাসিন্দা। মৃত ভিকটিম জহুর আলীর লাশ বাংলাদেশ-ভারত সিমান্তে কাটাতারে বেড়া অতিক্রম করে ভারতে পাওয়া যায়। লাশের ময়না তদন্তসহ সুরতহাল রিপোর্ট ভারত কর্তৃপক্ষ সম্পন্ন করে ভিকটিমের লাশ বাংলাদেশে হস্তান্তর করেছেন। পরবর্তীতে লাশ ভিকটিমের গ্রামের বাড়িতে তার আত্মীয় স্বজন দাফন করেছেন। সংবাদদৃষ্টে আরও জানা যায় যে, উক্ত সংবাদের বিষয়ে মৃত ভিকটিম জহুর আলীর মৃত্যুর ঘটনায় চুনারুঘাট থানায় কোন জিডি বা অপমৃত্যু মামলা কিংবা নিয়মিত মামলা রুজু হয় নাই। সংবাদে প্রকাশিত অভিযোগ বিষয়ে ভিকটিমের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন, ভিকটিমের (জীবিত বা মৃত) কিভাবে বাংলাদেশ-ভারত সিমান্ত অতিক্রম করে কিভাবে ভারতে গেল, উক্ত বিষয়ে অনুসন্ধানপূর্বক ইতিপূর্বে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এবং যদি কোন ব্যক্তি জড়িত থাকে তার/তাদের বিষয়ে সরেজমিনে তদন্ত করে অপরাধের স্বরূপ উদ্ঘাটন, আসামীদের চিহ্নিতকরণ এবং বাংলাদেশের প্রচলিত আইনে অপরাধ সংঘটিত হয়েছে কিনা তা বিস্তারিত তদন্ত করার প্রয়োজনীয়তা আছে মর্মে প্রতীয়মান হওয়ায় আদালত স্বপ্রণোদিত হয়ে উক্ত আদেশ দেন।
আদেশে পুলিশ পরিদর্শক পদ পর্যাদার কর্মকর্তার নিন্মে নয় এরূপ পুলিশ অফিসারকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে সরেজমিনে তদন্তপূর্বক বিস্তারিত প্রতিবেদন আগামী ০৫/০২/২০২৫খ্রি. তারিখের মধ্যে আদালতে দাখিলের নিদের্শ প্রদান করা হয়েছে।
Leave a Reply