চুনারুঘাট প্রতিনিধি ॥ ঐতিহ্যবাহী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চুনারুঘাট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার চুনারুঘাট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সাবেক সভাপতি শাহ মোঃ আব্দুর রাজ্জাক। সভায় সর্বসম্মতিক্রমে রানীর কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রশিদকে সভাপতি, বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ খালেদুর রশিদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও গাভীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আব্দুল মন্নানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চুনারুঘাট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
Leave a Reply