নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে রড নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। তিনি উপজেলার ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলাউদ্দিন। স্থানীয়রা বিষয়টি হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রে অবগত করলে তারা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করলেও আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুতের দুটি খুঁটি দীর্ঘদিন যাবত উপজেলার লাদিয়া গ্রামের আলাউদ্দিনের বাড়ির সামনে রাস্তার পাশে রাখা ছিল। গত মঙ্গলবার গ্রামবাসীর চোখের সামনে তিনি নিজেই বড় হাতুরি দিয়ে খুঁটি ভেঙে রড নিয়ে যান। যার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দক্ষিণ লাদিয়া গ্রামের ইলিয়াছ মিয়া, কাউছার মিয়াসহ অনেকের অভিযোগ, আমরা গ্রামবাসী দেখেছি পল্লী বিদ্যুতের ঢালাই করা খুঁটি ভেঙে রড নিয়ে গেছে আলাউদ্দিন।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার গোলাল কাউসার তালুকদার বলেন, আমার কাছে এ রকম কোনো অভিযোগ আসেনি। যেহেতু আমি বাইরে অফিসে গিয়ে খোঁজ নিয়ে বিষয়টি দেখব।
Leave a Reply