স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টাউন মডেল পুকুর পরিচ্ছন্ন করার কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক প্রভাংশু সোমমহান। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১টায় তিনি পুকুর পাড়ে যান। সেখানে হবিগঞ্জ পৌরসভার দুইটি এক্সেভেটর এবং ৫টি ডাম্প ট্রাকের মাধ্যমে বর্জ্যমিশ্রিত মাটি অপসারণের কাজ চলছিল। গত ৯ জানুয়ারী হবিগঞ্জ পৌর পরিষদের মাসিক সাধারণ সভায় নানা বিষয়াদির মাঝে পৌর এলাকার পুকুর ও জলাশয় সংরক্ষণের ব্যাপারটিও গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। হবিগঞ্জ শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে টাউন মডেল পুকুর ইতিমধ্যে উন্মুক্ত করে কাঁটা তারের বেড়া দেয়া হয়েছে। সম্প্রতি পৌরসভা ওই পুকুরের বর্জ্যমিশ্রিত মাটি খনন করে। গতকাল পুকুরের পাড় হতে বর্জ্যমিশ্রিত মাটি অপসারণের কাজ শুরু করে পৌরসভা। এ কাজ দেখতে পুকুরের পাড় পরিদর্শন করেন পৌর প্রশাসক প্রভাংশু সোমমহান।
Leave a Reply