নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কালাভরপুর গ্রামে প্রতিপক্ষের দেয়া আগুনে বসতঘর পুড়ে ছাই হয়েছে। সেই সাথে একটি ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত সোমবার রাত ২টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালাভরপুর গ্রামে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরে রক্ষিত ১’শ মন ধান ও অনেক মূল্যমান জিনিসপত্রসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পার্শ্ববর্তী দুলাল মিয়ার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ৭ লক্ষাধিক টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ২টি পরিবার। ক্ষতিগ্রস্ত বদরুল আলম ও দুলাল মিয়া কালাভরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রাত অনুমান ২টায় বদরুল মিয়া বাংলাঘরে ঘরে আগুন দেখতে পান মা। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। খরব পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থালে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবারের বদরুল আলম জানান, বাড়ীতে তার মা একা ছিলেন। রাত ২টায় তার মা তাকে ফোন দিয়ে জানান, তাদের বাড়িতে আগুন লেগেছে। এদিকে দুলাল মিয়া স্ব-পরিবারে নবীগঞ্জ শহরে বসবাস করায় বাড়িতে তার ভাবি একা ছিলেন।
ক্ষতিগ্রস্ত বদরুল আলম ও দুলাল মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাদের বাড়িতে অগ্নিসংযোগ ও দুলাল মিয়ার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালানো হয়। নবীগঞ্জ পৌর যুবলীগের সদস্য ও ১০নং দেবপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলগীর খাঁনের নেতৃত্বে তার সহযোগী আমজদ খান, লিটন মিয়া, খুর্শেদ মিয়া, নয়ন মিয়া, সামাদ মিয়া, শাকির আলী, শাহিন মিয়া, ফরাশ মিয়া গংরা এ ঘটনার সাথে জড়িত বলে বদরুল ও দুলাল দাবি করেন। এ ঘটনার খবর পেয়ে গতকাল মঙ্গলবাল বিকালে ৪টায় ঘটনাস্থল পরিদর্শন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এএসপি জহিরুল ইসলাম ও নবীগঞ্জ অফিসার ইনর্চাজ কামাল আহমেদ।
Leave a Reply