চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের মঙ্গলেশ্বর গ্রামের বাসিন্দা রাণীগাঁও ইউনিয়নের গাজীগঞ্জ বাজারের ফুল মিয়া ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ ফয়সল মিয়াকে গত মঙ্গলবার রাত প্রায় ১২টায় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে হত্যা চেষ্টা করা হয়। এ ব্যাপারে ব্যবসায়ী ফয়সল মিয়া জানান, প্রতিদিনের ন্যায় দোকান থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে চুনারুঘাট-সাটিয়াজুরী সড়কের চাটপাড়া এলাকা ও কাজিরখিল সড়কের মধ্যবর্তী স্থানে গেলে ওই সময় তার পাশের বাড়ির মৃত কদ্দুছ মিয়ার ছেলে মোঃ ফরিদ মিয়া (৩৮) ও মোঃ ফয়ছল মিয়াসহ (৩২) ৩ জন তার গতিরোধ করার চেষ্টা করে। এ সময় ফয়সল মিয়াকে তারা রামদা দিয়ে কুপ দেয়ার চেষ্টা করলে চলতি অবস্থায় ফয়সল মিয়া মোটরসাইকেল হাত থেকে ছেড়ে দিয়ে শোরচিৎকার করে তার বাড়ির দিকে দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। তার শোরচিৎকার শুনে আশপাশের বাড়িঘরের মানুষ এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা এসে ফয়সল মিয়াকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১টি রামদা, ১টি টর্চ লাইট ও ফয়সল মিয়ার নিল রংয়ের টিভিএস এ্যাপাচি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। একটি নিল রংয়ের হিরো হোন্ডার মিটার সিটের একটি অংশ ও নীল রংয়ের একটি কাপড় উদ্ধার করা হয়।
Leave a Reply