স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও চা বাগান এলাকায় ইজারাকৃত সিলিকা বালু মহালের পার্শ্ববর্তী এলাকায় ব্যক্তি মালিকাধীন জমি থেকে জোরপূর্বক মাটি উত্তোলন করার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া অভিযান পরিচালনা করে মাটি উত্তোলন বন্ধ করে দেন। এ সময় চুনারুঘাট পুলিশসহ নির্বাহী কর্মকর্তার অফিসের কর্মচারীগণও সাথে ছিলেন। বালু উত্তোলনের জন্য ব্যবহৃত একটি (বোমা) মেশিন ধ্বংস করাসহ একটি ট্রাক্টর আটক করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়। তবে মাটি উত্তোলনকারী কাউকে এলাকায় পাওয়া যায়নি।
Leave a Reply