স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর গ্রীণ রোড এলাকার বাসিন্দা ও নবীগঞ্জ পৌরসভার গাড়ি চালক মোঃ আছকির মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গত ২৭ জানুয়ারি শায়েস্তানগর টাউন মসজিদে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়। এর আগে তিনি গত ২৭ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে রাত সোয়া ১২ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌরসভায় গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
Leave a Reply