নিজস্ব প্রতিনিধি ॥ ছবি ছাড়া ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি তৈরীর দাবিতে হবিগঞ্জে সমাবেশ ও মানববন্ধন করেছে পর্দানশীন নারী অধিকার পরিষদ। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সমাবেশ ও মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। অথচ এই দেশে বিগত ১৬ বছর ধরে পর্দানশীল নারীরা এনআইডি সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। তাই ছবি ছাড়া ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি তৈরী করার সুবিধা দিতে হবে। এছাড়া পর্দানশীন নারীদের ফিঙ্গার প্রিন্ট নেয়ার সময় মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়। চেহারা ও ছবি মিলিয়ে পরিচয় যাচাই পদ্ধতি দুর্নীতিবান্ধব, যা প্রতারণা ও জালিয়াতির সুযোগ তৈরী করে বলেও উল্লেখ করেন তারা। ‘পর্দানশীন নারী অধিকার পরিষদ’ এর পক্ষে আহবায়ক আহমদ নিশা মীরসহ সকলে সমাবেশ শেষে স্থানীয় নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
Leave a Reply