বুধবার, ২১ মে ২০২৫, ০২:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ভারতীয় গরু অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় খামারিরা মাধবপুরে দুনীর্তি প্রতিরোধ কমিটির বির্তক প্রতিযোগিতা বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই মাধবপুরে ভাবি ভাতিজিসহ তিনজনকে হত্যার দায়ে তাহেরের মৃত্যুদন্ড বাংলাদেশেও বন্যা ঘটতে পারে বিশেষজ্ঞদের শঙ্কা উজানে বন্যার প্রতিধ্বনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজনে দুদকের গণশুনানি শায়েস্তাগঞ্জে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি গিলাফ চড়ানোর মাধ্যমে হযরত শাহজালাল (রহঃ)-এর ওরস শুরু ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রী হবিগঞ্জে গ্রেপ্তার নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা দু’জনের কারাদণ্ড
দেশ বাঁচাতে পরিবেশ আন্দোলন হতে হবে রাজপথের আন্দোলন; তারুণ্যের দাবি

দেশ বাঁচাতে পরিবেশ আন্দোলন হতে হবে রাজপথের আন্দোলন; তারুণ্যের দাবি

মোঃ তোফাজ্জল মিয়া ॥ মানবসৃষ্ট কর্মকান্ডের বৈশ্বিক প্রভাবে জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটেছে। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক ছোট্ট দেশটি এই প্রভাবের শিকার। যার দরুণ ষড়ঋতুর দেশে তিন ঋতুর প্রভাব লক্ষণীয়। গরমের সময় অত্যাধিক গরম, অসময়ে বৃষ্টি, শীতের তীব্রতা কমে যাওয়া এই প্রভাব চলতে থাকলে একটি সময় শীত, বর্ষা, গ্রীষ্ম ছাড়া আর কোনো ঋতুই পরবর্তী প্রজন্মের কাছে থেকে যাবে অজানা। বড় বড় উৎপাদনমূখী রাষ্ট্রের শিল্প-কারখানার কার্বন নিঃসরণের পাশাপাশি বাংলাদেশের মানবসৃষ্ট কর্মকান্ড প্রাকৃতিক দুর্যোগের জন্য দায়ী। এর মাঝে রয়েছে নদী শাসন, পাহাড় ও বনভূমি ধ্বংস করা, অবাধে গাছ কর্তন। বিগত কয়েক বছর পূর্বেও বর্ষা মৌসুমে অত্যাধিক বৃষ্টি হলেও বন্যার তেমন আশঙ্কা দেখা যেতো না। কিন্তু এ যাবৎকালে অল্প বৃষ্টিতে নিম্নাঞ্চলগুলো দ্রুত প্লাবিত হয়ে যায়। এর জন্য অবশ্য আমরাই দায়ী।
নদীগুলোর স্বাভাবিক চলাচল বিঘ্নিত। অবাধে বালু উত্তোলন করে পানির গতিপথ পরিবর্তন, বালু পরিবহনে নদীর বাঁধ দূর্বল করা, পলিথিনসহ সকল বর্জ্য নদীতে নিক্ষেপন। বনখেঁকো দ্বারা পাহাড়ি গাছ, মাটি, ছড়া থেকে বালু উত্তোলনে পরিবেশ ধ্বংসের বিপর্যয় ডেকে আনছে।
পরিবেশেবাদীরা সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম হাতে নিলেও দিনে দিনে পরিবেশ বিধ্বংসীরা বৃদ্ধি পাচ্ছে। এই কারণেই পরিবেশ ও বিজ্ঞান নিয়ে কাজ করা তরুণরা বিভিন্ন সভা-সেমিনারে দাবি তুলছেন পরিবেশ আন্দোলনকে রাজপথের আন্দোলনে রূপান্তর করতে। তরুণরা মনে করেন রাজপথের আন্দোলনেই সম্ভব পরিবেশ বিধ্বংসীদের রুখে দিতে। তারা আরো প্রত্যাশা করেন; দেশ ও মানুষের জীবন বাঁচাতে এই আন্দোলনে নতুন প্রজন্মদের বিশেষ অংশগ্রহণ থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com