স্টাফ রিপোর্টার ॥ সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান হবিগঞ্জ জেলার ডিএসবি অফিস পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি পুলিশ লাইন্সে পৌঁছালে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
পরে ডিআইজি হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়া কল্যাণ সভায় অংশগ্রহণকারী অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ডিআইজি। এরপর ডিআইজি জেলা পুলিশের ডিএসবি অফিস পরিদর্শন করেন। তিনি সরকারি নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
Leave a Reply