স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে দুই প্রবাসী সমাজসেবকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তারা হলেন চুনারুঘাট সমিতি (ইউকে) এর সভাপতি ও জিএস ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী মোঃ গাজীউর রহমান এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন (ইতালি) এর সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ফারুক লিপু।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় প্রেসক্লাব ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার আলমগীর মিয়া এবং কাতার প্রবাসী ব্যবসায়ী মাহমুদুল হাসান শিবলী ভ্ূঁইয়া।
সভায় চুনারুঘাট প্রেসক্লাবের উন্নয়ন, দেশ গঠনে সাংবাদিকদের দায়িত্ব কর্তব্য এবং চুনারুঘাট উপজেলাকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলেন ধরেন বক্তারা।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম, জামাল হোসেন লিটন, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোঃ তোফাজ্জল মিয়া, নির্বাহী সদস্য শেখ মোঃ হারুনুর রশীদ, সদস্য নোমান মিয়া প্রমুখ।
Leave a Reply