মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন আন্তঃসরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের ২ দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ সম্পন্ন হয়েছে। গতকাল নোয়াপাড়া আন্তঃইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের আয়োজনে সৈয়দ সঈদ উদ্দীন হাই স্কুল এন্ড কলেজ মাঠে দুই দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম। ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ সদর হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ রিয়াদুল হাসান ও মাধবপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন।
Leave a Reply