অসিত আচার্য্য অপু ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের সাহেববাড়ী গেইট এলাকায় প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রবাসী ও তার পরিবারকে মারধোর করে হাত-পা বেঁেধ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় বাহুবল উপজেলার ফদ্রখলা গ্রামের সিরাজুল ইসলাম (৭৫), তার পুত্র প্রবাসী ইসমাইল হোসেন (৩৫), আব্দুল গনি জমাদারের পুত্র আব্দুল কাইয়ুম (৪৫), সিরাজুল ইসলামের পুত্র মোসা (১৭), জাহির মেম্বারের পুত্র নোহা চালক নুরুল হক (৩৫)। এদের মধ্যে সিরাজুল ইসলাম ও প্রবাসী পুত্র ইসমাঈলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আহত প্রবাসীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, প্রবাসী ইসমাঈল গতকাল শনিবার সন্ধ্যার পর বিমানে হযরত শাহজালাল (রহঃ) বিমান বন্দরে আসেন। বাকী আহতরা তাকে আনার জন্য সেখানে যান। একটি নোহা নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ২টার দিকে উল্লেখিত স্থানে পৌঁছলে ১০-১৫ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে নোহা আটকিয়ে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। তারা বাঁধা দিলে পিটিয়ে আহত করা হয়।
মাধবপুর থানার ওসি জানান, বিষয়টি জানার পর খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে তাদেরকে কেউ এখনও জানায়নি।
Leave a Reply