বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলের আনারস যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে তদবীরে পার পেয়ে যাবার অভিযোগ ধরা ছোঁয়ার বাহিরে লাখাইর যুবলীগ নেতা নোমান বিদ্যুৎস্পৃষ্টে গরু মৃত্যুর ঘটনায় কৃষককে ১ লাখ টাকা সহায়তা দিল পল্লী বিদ্যুৎ পৃথক অভিযানে ১২ লাখ টাকার চোরাইপণ্যসহ ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি লাখাইয়ে পৃথক অভিযানে খুনের মামলার আসামী সহ গ্রেফতার ৩ মাচায় গ্রীষ্মকালীন নানা রঙের তরমুজ চাষে কৃষক আবারও বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে পুশইন করল বিএসএফ হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন বাহুবলের মহাশয় বাজারে দুঃসাহসিক চুরি ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের চেয়ারম্যান রানাকে সিলেটে ‘গণপিটুনি’ পুলিশে দিল জনতা
মৃত্যুর পূর্ব মূর্হুত পর্যন্ত বিএনপির একজন কর্মী হিসাবে কাজ করে যাব – সৈয়দ মোঃ ফয়সল

মৃত্যুর পূর্ব মূর্হুত পর্যন্ত বিএনপির একজন কর্মী হিসাবে কাজ করে যাব – সৈয়দ মোঃ ফয়সল

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আর্দশে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদানের পর থেকে আজ পর্যন্ত প্রায় ৩৪ বছর তিল তিল করে মাধবপুর-চুনারুঘাটে বিএনপিকে সুসংঘঠিত করেছি। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আমি ও আমার পরিবারের উপর অনেক জুলুম করেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। বাড়ীতে বোমা হামলা করেছে তবু বিএনপি ছেড়ে যাইনি। মৃত্যুর পূর্ব মূর্হুত পর্যন্ত বিএনপি’র একজন কর্মী হিসাবে কাজ করে যাব। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা কর্মসূচি তৃর্ণমূলে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে চুনারুঘাটে ব্রীজ, রাস্তা ও স্কুল-কলেজের ব্যাপক উন্নয়ন করিয়েছি। সামনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তিনি গতকবাল বুধবার দুপুরে চুনারুঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে তারেক রহমান কর্তৃক ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। স্বাধীনভাবে কেউ কথা বলতে পারেনি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক বলায় রাষ্ট্রদ্রোহসহ ৪টি মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে।
চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান ও সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান বলেন, ফয়সল ভাই চুনারুঘাটে ব্যাপক উন্নয়ন করিয়েছিলেন। মাঝে এ উন্নয়নের ধারা থেমে ছিল। আশা করি সামনের দিনগুলোতে উন্নয়নের ধারা আবারো ফিরে আসবে।
সায়হাম কটন ও ডেনিম মিলস’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমদ চুনারুঘাটের বেকারত্ব দূরীকরণে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করে বলেন, চুনারুঘাটের সঙ্গে আমাদের বাবা-চাচাদের শর্ত বৎসরের ভালবাসার সম্পর্ক। এ সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না। আপনারা সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি আমার কথা রাখব।
নরপতি সৈয়দ কুতুবুল আউলিয়া দাখিল মাদ্রাসা মাঠে চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সালেহ মোঃ শফিকুল রহমানের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার এবং যুবদল নেতা সৈয়দ আবু নাঈম মোঃ হালিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিমউদ্দিন শামসু, হবিগঞ্জ জজ কোর্টের পিপি এডভোকেট মোঃ আব্দুল হাই, গাজীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, জেলা পরিষদের সাবেক সদস্য আইয়ুব আলী, মাধবপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান, বিএনপি নেতা বাবলু মিয়া, নজরুল ইসলাম, কাছম আলী, চুনারুঘাট যুবদলের আহবায়ক এপিপি এডভোকেট মোজাম্মেল হক, সদস্য সচিব জালাল আহম্মদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান, যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ, সাইফুল সিদ্দীকি প্রমুখ। সভায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com