রবিবার, ০৬ Jul ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাধবপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগ ও হবিগঞ্জ থেকে দেয়া হবে ডিগ্রি পরীক্ষার সনদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে পরিবর্তনের প্রস্তুতি তালিকায় আছে হবিগঞ্জও বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি পুর্নগঠন যৌথ বাহিনী বন্ধ করে দিয়েছে জনতার বাজার ॥ তাৎক্ষনিক জমে উঠে মেলার বাজার তরুণদের সামনে আসতেই হবে শেখ মহিউদ্দিন আহমেদ ২৩ মিনিটে তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ছয় গোল হবিগঞ্জ পৌর ও সদর জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটের আফজল ও তার স্ত্রী জেসমিনের খপ্পরে পড়ে সৌদিতে অসহায় ৪০ যুবক মাধবপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার
শায়েস্তাগঞ্জে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হলো গ্রাম আদালত বিষয়ক এক বিশেষ কমিউনিটি মতবিনিময় সভা । গতকাল বুধবার উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট মুরুব্বি মোঃ আব্দুস ছালাম এর সভাপতিত্বে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির কারিগরি সহায়তায় গ্রাম আদালতকে শক্তিশালী করার জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভার আয়োজন করা হয়। এসময় অংশ নেন স্থানীয় জনগণ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি , কর্মকর্তা – কর্মচারী , গ্রাম পুলিশ -দফাদার,সমাজসেবী সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকগণ। সভার মূল উদ্দেশ্য ছিল গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে আইনগত প্রক্রিয়াকে সহজ করা এবং স্থানীয়দের আইনি সচেতনতা বৃদ্ধি করা । এ বিষয়ে উপজেলা গ্রাম আদালত কো-অর্ডিনেটর (সমন্বয়কারী) তুলি মিনা পারভীন গ্রাম আদালতের কার্যক্রম ও সচেতনতা মূলক দিক তুলে ধরেন। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করার পরামর্শ প্রদান করেন । সভায় গ্রাম আদালত বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করা হয় এবং গ্রাম্য নাটকের মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম চিত্রিত করা হয় যাতে স্থানীয়রা এ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারেন । সভায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পেশকার মোঃ আকরাম আলী বলেন , মতবিনিময় সভার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছেন এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তির জন্য এটি গুরুত্বপূর্ণ সকলেই ভূমিকা রাখতে হবে । গ্রাম আদালত বিষয়ক বিশেষ কমিউনিটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর ইউপি সংরক্ষিত মহিলা মেম্বার লাকি আক্তার,তাজুল ইসলাম মেম্বার,খলিল মিয়া মেম্বার,খলিলুর রহমান মেম্বার, সোহেল খান মেম্বার, জলফু মিয়,আব্দুল আজিজ , সিরাজ মিয়া,সুজন মিয়া,আব্দুস শহিদ,দফাদার মাহফুজ মিয়া প্রমূখ। বক্তারা বলেন ,স্থানীয় পর্যায়ে আইনি সেবা সহজ লভ্য করতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও প্রসারিত করার আহবান জানান তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com