স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক ও যাত্রীদের ঝগড়ার জেরে দুই গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রামের প্রায় ২০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সিংহগ্রাম মাইজহাটি ও দাইড়ল হাটির কয়েকশ লোকের মধ্যে এ সংঘর্ষ হয়। গত সোমবার সন্ধ্যায় দাইড়ল হাটির বাসিন্দা ইজিবাইকচালক আল আমিন ও মাইজহাটির যাত্রী তৌহিদ মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। তারা এ ঘটনা নিজ নিজ গ্রামে গিয়ে জানানোর পর গতকাল মঙ্গলবার ভোরে সাহরির পর দুইজনের পক্ষ নিয়ে দুই গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষকারী কয়েকশ লোক গ্রামের সড়কের দুইদিকে অবস্থান নিয়ে একে অন্যের ওপর দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত চলতে থাকা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ গিয়ে ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেয়। পরে আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদিকে দুপুরে পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় আটকদের ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে গ্রামবাসী। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, গ্রাম্য দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply