নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে কুশিয়ারার কালনী নদীর ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম, রাস্তাঘাট ও কৃষিজমি। বেশ কিছুদিন ধরে নূতন করে শুরু হয়েছে ভাঙন, বর্তমানে ভাঙ্গন এগিয়ে আসছে সাহানগরের দিকে। দীর্ঘ ৫-৬ বছর যাবত শুরু হওয়া ভাঙনে ইতিমধ্যে একই এলাকার কালনীপাড়া, বদরপুর, মনিপুর, সৌলরী, কাদিরপুর, গোসাইপুর, নজরাকান্দা, কণ্যাজুরি, উমেদনগর, রুদ্রনগর গ্রামের কয়েক’শ ঘরবাড়ি, রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আজমিরীগঞ্জ – বানিয়াচং আসনের তৎকালীন সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসনের কর্মকর্তাগন একাধিকবার ভাঙন এলাকা পরিদর্শনে আসেন। পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলা হয়। একই সময় কাকাইলছেও চৌধুরী বাজারের নদী তীরের ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলা সহ ব্লক দ্বারা উন্নয়ন করা হয়। জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের বদরপুরে দীর্ঘ ৫-৬ বছর পূর্ব থেকে শুরু হয়। কুশিয়ারার কালনী নদীর ভাঙ্গনে অর্ধ-শতাধিক বাড়িঘর সহ কয়েক একর কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। বাড়িঘর হারিয়ে অসহায় সহায় সম্বলহীন পরিবারগুলো বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজেদের মালিকাধীন কৃষিজমি সমূহে নিজেরাই পূণর্বাসিত হন। বছর খানেকের মাথায় শুরু হয় সংলগ্ন মনিপুর ও সৌলরী গ্রাম এলাকায় ভাঙন। ভাঙনের তীব্রতায় ওই গ্রামের আরও অর্ধ-শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়ে ও কৃষিজমি হারায়। একই ভাবে তারা নিজেরাই পূনর্বাসিত হন নিজ মালিকাধীন কৃষিজমিতে। সম্প্রতি কুশিয়ারার কালনী নদীর তীব্র স্রোতে সাহানগর ও নৃসিংহপুর এলাকায় নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সাহানগর ও নৃসিংহপুর গ্রাম সংলগ্ন নদীর তীরবর্তী এলাকার কৃষিজমির প্রায় ১৫ ফুট নদী গর্ভে ইতিমধ্যে বিলিন হয়ে গেছে। বাকিটুকু বিলীন হওয়ার পথে। এভাবে বিলীন হওয়া অব্যাহত থাকলে অচিরেই সাহানগর, নৃসিংহপুর গ্রামের বাড়িঘর নদীগর্ভে বিলীন হওয়ার আশংখায় গ্রামবাসী। তাই অচিরেই হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর এলাকা পরিদর্শন করে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।
Leave a Reply