মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান ও সহকারি শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের উদ্যোগে এ পর্যন্ত ৯ প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে ছাদ বাগান কর্মসূচি।আরো ১৪ টি স্কুলে এটি বাস্তবায়নে প্রক্রিয়া চলছে। স্কুলসমূহ তাদের নিজস্ব অর্থায়ন ও ¯’ানীয় ডোনারদের মাধ্যমে চালা”েছন সেসব কর্মকাণ্ড। উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ছাদে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন বাগান। সারি সারি ড্রাম আর মাটির টবে বেড়ে উঠেছে বাহরি রকমের ফল, ফুল আর সবজি। দৃষ্টি কাড়ছে দর্শনার্থীদের। বিদ্যালয়ের এ শোভিত বাগান দেখতে ভিড় করছেন বাগান প্রেমীরা। বিশেষ করে নিজেদের হাতে গড়া বিদ্যালয়ের বাগানে কমলা মালটা আঙ্গুরের মতো ফল দেখে শিশুরাও সীমাহীন আনন্দে ভাসছে। বর্তমানে বাগানের গাছে গাছে শোভা পা”েছ আম, সফেদা, কাগজি লেবু, কমলা, মালটা, আমড়া, কামরাঙ্গা, জলপাই, পেয়ারা, আঙ্গুর এবং লিচু। সবজি বাগানে রয়েছে- মরিচ, বেগুন আর পেঁপে। উপজেলার প্রত্যন্ত অঞ্চল বহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের আছে ১টি দ্বিতল ভবন।ভবনটির ছাদে ফল, ফুল আর ওষুধি বৃক্ষের বাগান। অনেকগুলো গাছেই এবার ফুলও ফল এসেছে। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ৯টি স্কুলে ইতিমধ্যে এটি সম্পন্ন হয়েছে। আরো ১৪টি স্কুলেও এটি প্রক্রিয়াধীন রয়েছে।এর মাধ্যমে বা”চাদের প্রকৃতি, পরিবেশ ও স্কুলে আসার প্রতি মনোযোগ বাড়ছে।
Leave a Reply