মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ১৬০ পিস ইয়াবাসহ মানিক মিয়া (৪৮) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই মিজানুর রহমান সহ পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (৮ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে অভিযান পরিচালনা করে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বাড়ইপাড়া এলাকায় মানিক মিয়াকে ১৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে একই ইউনিয়নের বেলাপুর গ্রামের তাহের মিয়ার ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Leave a Reply