সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

নবীগঞ্জে পশুরহাটে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা ৩৪ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে পশুরহাটে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা ৩৪ জনের বিরুদ্ধে মামলা

 

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে পশুরহাট বসানো এবং দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধর ও সরকারি কাজে বাধা প্রদানের ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। গতকাল রবিবার (১ জুন) নবীগঞ্জ থানায় পানিউমদা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী বাদী হয়ে জনতার বাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের গোলাপকে প্রধান আসামি করে ৩৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। মামলায় অজ্ঞাত আসামি রাখা হয়েছে। মামলার এজাহারে জানা যায়, গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার পশুরহাটটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এবং এটি কোনো অনুমোদিত হাট নয়। দীর্ঘদিন ধরে একটি অবৈধ বাজার কমিটি এ হাটটি পরিচালনা করে আসছে। জেলা প্রশাসনের একাধিক নিষেধাজ্ঞা ও সতর্কতা সত্ত্বেও বাজার কমিটি হাট বন্ধ করেনি। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং বিআরটিএ ও জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়কে যানজট নিরসনে জনতার বাজারে হাট না বসানোর জন্য মাইকিং ও প্রচারণা চালানো হয়। কিন্তু জনতার বাজার কমিটি সরকারের নির্দেশনা অমান্য করে পত্রিকায় প্রতিবাদলিপি প্রকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রচার, পোস্ট, কমেন্ট ও রাতভর হাট বসানোর ঘোষণা দিয়ে মাইকিং করে। ৩১ মে জেলা প্রশাসনের নির্দেশে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রায় ৭০ জন পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্য নিয়ে সরেজমিনে জনতার বাজার পশুরহাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বিকেল ২টা ৪৫ মিনিটের দিকে হাট কমিটির সদস্য ও অন্যান্যরা সংঘবদ্ধ হয়ে বেআইনিভাবে সরকারি কাজে বাধা প্রদান করে। অভিযুক্তরা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে অপমানজনক আচরণ ও শারীরিক হামলা চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের একজনকে মারধরের অভিযোগও রয়েছে। পরে পুলিশের সহায়তায় ম্যাজিস্ট্রেটরা নিরাপদে স্থান ত্যাগ করেন। এরপরও পুরো দিন ধরে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাজারে গরু কেনাবেচা চলতে থাকে। এ সময় হাট পরিচালনায় নিয়োজিত ব্যক্তিরা প্রশাসনের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও শারীরিক ভাবে লাঞ্ছনার মাধ্যমে সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান করে। এ ঘটনায় পানিউমদা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, সরকারি কর্মকর্তাদের ওপর হামলা ও সরকারি দায়িত্ব পালনে বাঁধা দেওয়ায় ৩৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com