সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

প্রকল্প বাতিলের ষড়যন্ত্র করলে রেল ও সড়কপথ অবরোধের হুশিয়ারি

প্রকল্প বাতিলের ষড়যন্ত্র করলে রেল ও সড়কপথ অবরোধের হুশিয়ারি

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের হবিগঞ্জ-লাখাই অংশ বাদ দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে সদর ও লাখাই উপজেলার ৮ ইউনিয়নের হাজারো মানুষ। মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, ২০২৩-২৪ অর্থবছরে ৬৬১.৮৮ কোটি টাকার প্রকল্পের আওতায় পুরো সড়ক প্রশস্তকরণের কথা থাকলেও, হবিগঞ্জ অংশ বাদ দেওয়ার চেষ্টা চলছে। এই সড়কটি উন্নয়ন হলে ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেট বিভাগের দূরত্ব ৪০ কিমি কমে যাবে, বাড়বে অর্থনৈতিক গতি ও কর্মসংস্থান। তারা বলেন, প্রতিদিন অর্ধলক্ষাধিক যানবাহন ও লাখো মানুষ এই সড়ক ব্যবহার করে। এটি হবিগঞ্জসহ অন্তত ৪টি জেলার মানুষের যোগাযোগ, কৃষি, শিল্প ও ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বারবার হবিগঞ্জের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রকল্প থেকে হবিগঞ্জ-লাখাই অংশ বাদ দেয়া হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে, প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, ইসলাম তরফদার তনু ও হাজী এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সিনিয়র সহ-সভাপতি আজিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা কৃষকদলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু, জালাল আহমেদ, সফিকুর রহমান সিতু, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন সহ বিভিন্ন জনপ্রতিনিধি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com