সোমবার, ১৪ Jul ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

চুনারুঘাট সীমান্তে ১ মাসে ৫ কোটি টাকা মূল্যের মাদক ও পণ্য জব্দ করেছে বিজিবি

চুনারুঘাট সীমান্তে ১ মাসে ৫ কোটি টাকা মূল্যের মাদক ও পণ্য জব্দ করেছে বিজিবি

 

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় সীমান্তবর্তী এলাকাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের ধারাবাহিক ও সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, গত মে মাসে পরিচালিত নিয়মিত অভিযানে ৫৫ বিজিবি প্রায় ৫ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ১৬০ টাকার ভারতীয় চোরাচালান পণ্য, মাদকদ্রব্য এবং যানবাহন জব্দ করেছে। তিনি বলেন, “সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা ও মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বো”চ সতর্ক অব¯’ানে রয়েছে। বিজিবির এই অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। এই ধারাবাহিক অভিযানে সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষ বিজিবির ভূমিকার প্রশংসা করছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com