নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় মর্তুজ আলী (৫০) নামের এক সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগে দুই চা-শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন চানপুর চা বাগান এলাকার আকাশ উড়াং (২৩) ও নয়ন উড়াং (২৫)। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। ঘটনার প্রতিবাদে নিহতের আত্মীয়স্বজন ও স্থানীয় সিএনজি চালকরা পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের লোহার ব্রিজ ও জগদীশপুর এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে চুনারুঘাট শহর থেকে যাত্রী নিয়ে চানপুর বাজারে যাচ্ছিলেন মর্তুজ আলী। এ সময় নয়ন ও আকাশ অটোরিকশায় তাদের জন্য আসন সংরক্ষণ করে পাশের দোকানে চা খেতে যান। ফিরে এসে দেখেন, তাদের আসনে অন্য যাত্রী বসেছেন। এ নিয়ে চালকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে চানপুর এলাকায় পৌঁছে আবারও ঝগড়ায় জড়ান তারা। একপর্যায়ে নয়ন ও আকাশসহ আরও কয়েকজন চা-শ্রমিক মর্তুজ আলীকে লাঠিসোঁটা দিয়ে পেটাতে থাকেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Leave a Reply