সোমবার, ১৪ Jul ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

নবীগঞ্জে চলন্তবাসে গার্মেন্টন্স কর্মী ধর্ষণের অভিযোগ,থানায় মামলা

নবীগঞ্জে চলন্তবাসে গার্মেন্টন্স কর্মী ধর্ষণের অভিযোগ,থানায় মামলা

 

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে পৌর এলাকার সালামতপুর নামক স্থানে গত রবিবার দিবাগত রাতে জনৈক এক গার্মেন্টন্স কর্মী ধর্ষণের অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। এঘটনায় সেনাবাহিনীর একটি টহলদল বাস চালক সাব্বিরকে (২৫) আটক করে পুলিশের নিকট সোপদ্র্ করেছে। গতকাল দুপুরে আটক ওই চালককে আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় জড়িত অপর অভিযুক্ত বাসের হেল্পার লিটন মিয়া পালিয়ে গেছে। এ ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ঘটনার খোঁজ নিতে গতকাল দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার নবীগঞ্জ থানায় আসেন। থানায় দায়েরকৃত মামলা নাং ০৯/২৫। মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত রবিবার দুপুরে ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে বিলাস পরিবহনের একটি বাসে উঠে লিজা নামের ওই গার্মেন্টন্স কর্মী ।সে রাজধানী ঢাকার পূর্ব নাকাল পাড়া তেজগাও এলাকায় অবস্থান করে।বাড়ি ফেরার পথে সিলেটগামী বাস থেকে শায়েস্তাগঞ্জ নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় সে নামতে পারেনি। একপর্যায়ে বাসটি মহা সড়কের শেরপুর অতিক্রম করে। এসময় সে বাসের হেল্পারকে গন্তব্য জানালে তাকে মহাসড়কের অচেনা একটি স্থানে নামিয়ে দেয়া হয়। লোকজন তাকে নবীগঞ্জগামী একটি বাসে উঠিয়ে দেয়। মা এন্টারপ্রাইজ গাড়ি নং (সিলেট জ ১১০-০৩-৬৬)। ওই বাসের সকল যাত্রী মহা সড়কের আউশকান্দি নেমে যায়। রাত পৌনে ১০টায় নবীগঞ্জগামী বাসটি ভাঙ্গারপুল নামক এলাকায় আসলে বাসের হেল্পার লিটন মিয়া প্রথমে তাকে ধর্ষন করে। পরে বাসের চালক সাব্বির মিয়াও তাকে ধর্ষন করে।রাত সাড়ে ১০টায় নবীগঞ্জ–শেরপুর সড়কের সালামতপুর এলাকায় ওই লোকাল বাসে মহিলার চিৎকার শুনে স্থানীয় লোকজন বাসটিকে আটক করেন। ঘটনাস্থল দিয়ে যাবার সময় সেনাবাহিনীর টহলদল লোকজনের চিৎকার শুনে গাড়ি থামায়। এসময় ওই গার্মেন্টন্স কর্মী হেল্পার ও চালকের বিরোদ্ধে তাকে ধর্ষনের অভিযোগ করে।এঘটনায় গাড়ি চালক সাব্বিরকে তাৎক্ষণিক আটক করে পুলিশে দেয়া হয়। মহিলা পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদে ওই মহিলা নিজেকে গার্মেন্টন্স কর্মীসহ বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য দেয়। এক পর্যায়ে পুলিশ নিশ্চিত হয় সে বিবাহিত এবং ঢাকায় একটি গার্মেন্টন্সে কাজ করে। সে হবিগঞ্জের বানিয়াচুং উপজেলার কামারখানি বানিয়াচুংয়ের বাসিন্দা। এ নিয়ে চালক ও হেল্পারের বিরোদ্ধে মামলা হয়েছে। মামলা তদন্তে ওসি (তদন্ত) দুলাল মিয়াকে দায়িত্ব দেয়া হয়েছে। থানার ওসি মোঃ কামরুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করেন। এছাড়াও দুপুরে আটক বাস চালক সাব্বির মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com