অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সেই স্বপ্নপূরণে তিনি অঙ্গীকারবদ্ধ। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশনে তার ভাষণ সরাসরি সমপ্রচার করা হয়। ছাত্র-জনতা যে স্বপ্ন নিয়ে বিপ্লব এনেছে তা সফল করতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। ছাত্র-জনতার বিপ্লবে নিজেকে একজন সহযোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার নানা খাতে পর্বতসম চ্যালেঞ্জ রেখে গেছে। দেশবাসীর সহযোগিতা নিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে। জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি বলেন, এটি রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আমাদের নয়।
জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। স্মরণাতীত কালের ভয়াবহ বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন, যারা অসুস্থ হয়ে পড়েছেন বা যারা সর্বস্ব হারিয়েছেন, যারা দুঃসহ জীবনযাপন করেছেন তাদের স্মরণে রেখে কথা বলছি। বন্যাদুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি- বেসরকারি পর্যায়ে নেয়ার আয়োজন করেছি।
Leave a Reply