স্টাফ রিপোর্টার ॥ ৯০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ মো. মনফর মিয়া(৪৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর(ডিএনসি)। গতকাল বুধবার (২১ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর হবিগঞ্জের উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম। এসময় তার কাছ থেকে ৪১ হাজার ৬৫ টাকা জব্দ করা হয়। সে মন্দরী গ্রামের বাসিন্দা মৃত হিরন মিয়ার ছেলে। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে বানিয়াচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। রাতে এসব তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর হবিগঞ্জের উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম।
Leave a Reply