মাধবপুর প্রতিনিধি॥ মাধবপুরে মাদক বিরোধী ট্রাক্সফোর্স অভিযান চালিয়ে শাহাব উদ্দিন(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কমলনগর গ্রামের শাহাব উদ্দিনের বাড়িতে ট্রাক্সফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম এর নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন অভিযান করেন। এ সময় তার বাড়ি থেকে ১২ শ পিচ ইয়াবা, এক কেজি গাঁজা ও নগদ ২ লাখ ১৪ হাজার টাকা জব্দ করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এস আই রফিকুল ইসলাম জানান,তার বিরুদ্ধ মাধবপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।
Leave a Reply