স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভিড় এড়াতে রমজানের শুরুতেই কেনাকাটায় ব্যস্ত জেলার সবস্থরের ক্রেতা সাধারণ। রমজানের দ্বিতীয় শুক্রবারে এসে আরও জমজমাট হয়ে উঠেছে ঈদ কেনাকাটা। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ভিড় বেড়েছে শহরের ঘাটিয়া এলাকা সহ বাণিজ্যিক এলাকা সমুহ । গতকাল শুক্রবার হবিগঞ্জের বিভিন্ন মার্কেটে ক্রেতাদের ভিড় দেখা যায়। তবে বছর ব্যবধানে সব ধরনের পোশাকের দাম বাড়ার পাশাপাশি বাড়তি ভ্যাট কিছুটা চাপে ফেলছে ক্রেতা-বিক্রেতাদের। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভিড়, মার্কেটগুলোতে বাড়ছে কেনাবেচার ব্যস্ততা। পছন্দের পোশাক খুঁজতে ব্যস্ত ক্রেতারা। বেশি বিক্রি হচ্ছে পাঞ্জাবি আর সালোয়ার-কামিজ। ক্রেতারা বলেন, ঈদ ঘনিয়ে আসছে। তাই শেষ সময়ের আশায় না থেকে আগে ভাগেই কেনাকাটা সারছেন তারা। এতে শেষ সময়ের চাপ কিছুটা কম পড়বে। গরম মাথায় রেখে এবার সিল্ক আর কটন কাপড়ের হালকা-পাতলা রঙের পোশাকের চাহিদা বেড়েছে। পাঞ্জাবি ও সালোয়ার-কামিজ বিক্রি হচ্ছে বেশি। বিক্রেতারা বলছেন, গরমের কথা মাথায় রেখে এবার সবার আগ্রহে হালকা-পাতলা পোশাকের প্রতি। তবে বছর ব্যবধানে সব ধরনের পোশাকের দাম বাড়ার কথা জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। এতে বেচাকেনায়ও দরদাম হচ্ছে বেশ।
Leave a Reply