স্টাফ রিপোর্টার \ বাহুবল উপজেলার ৫নং লামাতাশি ইউনিয়নের নন্দনপুর বাজারে মোমিন মিয়ার
ডেকোরেশন ও রেষ্টুরেন্টে প্রতি পক্ষের লোকজন দেশিও অশ্র নিয়ে হামলা করে তাদের পাকা
দোকান-ঘর ভাংচুর ও লুটপাট করে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। গত ৩ আগষ্ট
নন্দনপুর বাজারে এ হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে মোমিন মিয়া বাদি হয়ে ১২জন কে
আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত দ্রুত বিচার আইনে একটি মামলা
দায়ের করে। মামলার অভিযোগে জানা যায়, একই গ্রামের অলি মিয়াগং দীর্ঘ দিন ধরে তাদের
জায়গা জোর পূর্বক দখলের চেষ্টা চালায় এ বিষয় নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ
বিরোধের জের ধরে ওইদিন অলি মিয়াও তার ১০/১২ জনের একদল লোক নিয়ে দিবালোকে নন্দনপুর
বাজারে মোমিন মিয়ার দোকানেএ হামলার ঘটনা টি ঘটায়। এ ঘটনায় এলাকার মানুষ
আতংকিত হয়ে পড়েছে। মোমিন মিয়া জানায় প্রতি পক্ষের লোকজন তাদের কে একটি মিথ্যা
মামলা দিয়ে হয়রানী করে আসছে। এ ব্যাপারে সে সু বিচার পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি
কামনা করেছে।
Leave a Reply