স্টাফ রিপোর্টার \ ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে নদ-নদীর
পানি। করাঙ্গী নদীর পানি বিভিন্নপয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে বন্যা কবলিত হয়ে
পড়েছে করাঙ্গী নদীর তীরবর্তী বাহুবল উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রাম। পানি প্রবেশ করেছে
সরকারি-বেসরকারী বিভিন্নঅফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। তলিয়ে গেছে কৃষকদের ফসলী জমি। এতে
আশঙ্কা করা হচ্ছে বিপুল পরিমাণ ক্ষয়-ক্ষতি। গতকাল বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়,
উপজেলার বিভিন্নসরকারি-বেসরকারী অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। এর
মধ্যে রয়েছে বাহুবল আদর্শসরকারী প্রাথমিক বিদ্যালয়, কিশলয় জুনিয়র হাই স্কুল, উপজেলা
পরিষদ কমপ্লেক্স, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল, উপজেলা
আনসার-বিডিপি কার্যালয়, বাহুবল সদর ইউপি কার্যালয় ও দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন
সরকারী মডেল হাই স্কুলসহ বিভিন্নসরকারি-বেসরকারী অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। এতে ওই
প্রতিষ্ঠানগুলোর আসবাবপত্রসহ বিভিন্নগুরুত্বপূর্ণনথিপত্র ক্ষতিগ্রস্থহয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নিজগঁাও গ্রামে পানির চঁাপে করাঙ্গী নদীর বাধ ভেঙ্গে প্রায়
১০-১৫টি গ্রাম প্লাবিত হয়। অপরদিকে করাঙ্গী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার ফলে সদর
ইউনিয়নের বেশ-কয়েকটি গ্রামসহ উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পড়ে।
ফলে বাড়ি-ঘরে বন্যা কবলিতরা পানি বন্ধী জীবন-যাপন করছেন।
Leave a Reply