filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;
নবীগঞ্জ প্রতিনিধি।।
আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্টা বার্ষিকী সফলের লক্ষ্যে নবীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকালে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জেলা পরিষদের ডাকবাংলোতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী। ১ম সদস্য আনোয়ার হোসেন মিঠুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক অরবিন্দু রায়, নুরুল আমীন, আহ্বায়ক কমিটির সদস্য মাষ্টার ইদ্রিস আলী, ফিরোজ মিয়া, জয়নাল আবেদীন, আলাউর রহমান, পৌর বিএনপির নেতা সোহাদ আহমেদ জুয়েল, এম জেড মামুন,, মহিবুর রহমান, এমদাদুর রহমান লেবু, রুহুল আমিন টিটু, আব্দুল মালিক, হোসাইন আহমদ, আব্দুল হক, আছমত আলী, বাবুল দেব, তাহিদ মিয়া, আব্দুল ওয়াহিদ খোয়াজ, গোপাল দাশ, পাতা মিয়া, আব্দুস শহীদ, ইসমত আলী, ছাবু মিয়া, সমাই মিয়া, আব্দুল মুহিত চৌধুরী লাল, ইসলাম উদ্দীন চৌধুরী, রিপন খান, সেবক চক্রবর্তী, প্রসাদ দাশ, গাজীউর মিয়া, আনকার মিয়া প্রমুখ। সভায় বক্তাগণ আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্টা বার্ষিকী যথাযথ ভাবে পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
Leave a Reply