স্টাফ রিপোর্টার\ হবিগঞ্জের জালালাবাদ গ্রামে খোয়াই নদীর ভাঙ্গনে
সবছেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। শহরকে রক্ষা করে খোয়াই নদীর পানি ওই গ্রামের ভাঙ্গা বাধ দিয়ে বিপুল বেগে প্রবেশ করে অনেক
Wasn’t লোকজনের স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। কারও পুকুর ভরা মাছ চলে গেছে হাওরে। আবার জমিতে ফলানো ফসল চোখের সামনেই পানিতে
নিমজ্জিত হয়েছে। স্বপ্ন ভাঙ্গ এই লোকজনের কষ্ঠ লাগবে এগিয়ে এসেছে নারীদের আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব। ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের যৌথ প্রকল্পে সাড়া দিয়ে দেশের আরও ৪টি
বিখ্যাত ক্লাব এই মহৎ কাজে অংশ নিয়েছে। ক্লাবগুলো হল ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ, ইনার হুইল ক্লাব অব বুড়িগঙ্গা, ইনার হুইল ক্লাব
অব ভেইলী গার্ডেন, ইনার হুইল ক্লাব অব কৃষ্ণচুড়া, ইনার হুইল ক্লাব
অব ব্লেজিং স্টার। ওই সকল ক্লাবের অংশগ্রহণে সংগ্রহীত টাকা দিয়ে ত্রাণ সামগ্রী ক্রয় করে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের সদস্যরা
সোমবার বিকেলে জালালাবাদ গ্রামের দুর্গত এলাকায় গিয়ে হাজির
হন। শহরের জীবন ছেড়ে গ্রামীণ জনপদে প্রাণের ছোয়ায় ক্লাব
সদস্যরা যখন গ্রামীণ মহিলাদের হাতে ত্রাণ সামগ্রীর ব্যাগ তুলে দেন
তখন ভানের জলে স্বপ্ন হারানো নারীদের চোখে দেখা যায় আনন্দ
অশ্রু। এই আনন্দ দেখে ইনার হুইল ক্লাবের সদস্যরাও হন আপ্লুত। তারা
তৃপ্তি নিয়ে সন্ধ্যায় বাড়ী ফিরেন। এর আগে দেখে আসেন খোয়াই
নদীর ভেঙ্গে যাওয়া বাধটি।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট তাছকিরা
আক্তার জুবলী,চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, ফাস্ট
প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোছা:
রৌশনারা আক্তার, ট্রেজারার রায়হানা বেগম, ক্লাব করোসপন্ডেন্ট
সানজিদা মুহিব প্রীতি,সদস্য নীহারিকা হেলেন খান প্রমুখ।
ক্লাব প্রেসিডেন্ট সকল মেম্বারদেরকে ধন্যবাদ জানান কার্যক্রম সফল
করার জন্য। পাশাপাশি অংশগ্রহণকারী সকল ক্লাবের প্রতিও কৃতজ্ঞতা
প্রকাশ করেন। ভবিষ্যতে নারীদের কল্যাণে বিভিন্ন প্রজেক্ট গ্রহণের
আশাবাদ ব্যক্ত করেন তিনি। অতীতেও এই ক্লাবের কার্যক্রম অনেক
প্রশংসতি হয়েছে।
Leave a Reply