রবিবার, ১৮ মে ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

রিয়াল বনাম লিভারপুল, বার্সা বনাম বায়ার্ন, প্রযুক্তির ছোঁয়ায় ড্র

রিয়াল বনাম লিভারপুল, বার্সা বনাম বায়ার্ন, প্রযুক্তির ছোঁয়ায় ড্র

পাল্টে গেছে চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম। বেড়েছে দল। বেড়েছে ম্যাচও। এবার থেকে আর কোনও গ্রুপ নয়। লিগের শুরুতে আটটি করে ম্যাচ খেলতে হবে প্রতিটি দলকে। কিন্তু কোন দল কার বিরুদ্ধে খেলবে- সেটা বেছে নিয়েছে বিশেষ সফ্‌টওয়্যার।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে মোট ৩৬টি দল খেলবে। সেই ৩৬টি দলকে চারটি পটে ভাগ করা হয়েছিল। অর্থাৎ, প্রতি পটে ৯টি করে দল। প্রতিটি দল নিজের পটের দু’টি এবং বাকি তিনটি পটের প্রতিটি থেকে দু’টি করে দলের সঙ্গে খেলবে। তার মধ্যে চারটি হোম ও চারটি অ্যাওয়ে ম্যাচ।

বৃহস্পতিবার মোনাকোয় অনুষ্ঠিত হল চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জিয়ানলুইজি বুফন। রোনালদোকে বিশেষ পুরস্কার দেওয়া হল। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এখনও রোনালদোর দখলে।

ড্র‘য়ের আনুষ্ঠানিকতা সারলেন তিনিই। সফ্‌টঅয়্যারে একটা ক্লিক করলেন, আর অমনি ঠিক হয়ে গেল কোন দল খেলবে কার বিরুদ্ধে।

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে মুখোমুখি হতে হবে লিভারপুলের। বার্সেলোনাকে খেলতে হবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। কোচ হান্সি ফ্লিক এবার শত্রু হয়েই যাবেন মিউনিখে। তার অধীনেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ৮-২ ব্যবধানে বার্সার বিপক্ষে জিতেছিলো বায়ার্ন। শুধু তাই নয়, সেবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও তুলেছিলো জার্মান ক্লাবটি।

ম্যানচেস্টার সিটিকে খেলতে হবে পিএসজির বিপক্ষে। গত মৌসুমের ফাইনালের রিপিট হবে গ্রুপ পর্বেই। বরুশিয়া ডর্টুমন্ড যে মুখোমুখি হবে রিয়ালের!

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com