স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে দীর্ঘদিন ধরেই অনিয়মের অভিযোগ পাওয়া যায়। গতকাল শুক্রবার টিসিবির পণ্য বিতরণের সময় ছাত্রদের হাতে-নাতে ধরা পড়ে কিছু অনিয়ম। তাৎক্ষণিক তারা এই অনিমের বিরুদ্ধে রূখে দাঁড়ালে প্রশাসন বিতরণ কার্যক্রম স্থগিত করে।
বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী তোফাজ্জল জানায়, শিক্ষার্থীরা তদারকি করছিল। এ সময় দেখা যায় একই ব্যক্তি একাধিক কার্ড নিয়ে আসছেন। কার্ডগুলোর সাথে ডিলারে কার্ডের কোনো মিল ছিলো না এবং স্থানীয় কিছু প্রভাবশালী ডিলারকে বাধ্য করে মাল দেয়ার জন্য। উপস্থিত ছাত্ররা এর প্রতিবাদ জানালে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে অবগত করলে সেখানে সেনাবাহিনী গিয়ে ছাত্রদের নিরাপদে নিয়ে আসলে অপরাধী চক্রটি পালিয়ে যায়। সেখানে কিছু স্থানীয় ইউপি সদস্য ও এটার সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে।
প্রশাসন জানায়, আমরা কার্যক্রমটি স্থগিত করেছি। পরবর্তীতে ছাত্রদের নিয়ে মিটিং করে বিষয়টি সমাধানেরর লক্ষ্যে কাজ করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
Leave a Reply