স্টাফ রিপোর্ট: দীর্ঘদিন ধরেই চুনারুঘাট বাজারে ভোগ্য পন্যের দাম লাগামহীন ভাবে বেড়ে চলেছে। বড় ধরনের সিন্ডিকেট করে কিছু কুচক্রী মহল বাজার কে জিম্মি করে রেখেছে। গতকাল শনিবার জেলা ভোক্তা অধিকার শিক্ষার্থীদের নিয়ে চুনারুঘাট বাজার মনিটরিং করে,এতে ব্যাপক অনিয়ম ধরা পড়ে। ভোক্তা অধিকারের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যায়। ভোক্তা অধিকার বেশ কয়েকটি দোকানে জরিমানা করে। ফলের দোকান,ফার্মেসী, ভূষিমাল যাদের কারো মূল্য তালিকা নেই মেমো নেই। কাঁচাবাজারের অধিকাংশ খুচরা ব্যবসায়ীর মেমো নেই। আলু সবজিকে ৫৫ টাকা কেজিতে বিক্রির নির্দেশ দেয়া হয়। মাছ বাজার সহ বাজারের সমস্ত দোকান পাটকে মূল্য তালিকা তৈরীর জন্য বুধবার পর্যন্ত সময় দেয়া হয়।
ভোক্তা অধিকার জানায়, তাদের কার্যক্রম চলমান থাকবে। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী তোফাজ্জল জানায়, আমরা ভোক্তা অধিকারের সাথে আলোচনা করেছি অচিরেই তাদের সাথে আমরা সেমিনার করব। এবং সেখানে বাজার মনিটরিং এ সচেতন নাগরিক হিসেনে শিক্ষার্থীদের কি কি ভূমিকা থাকা প্রয়োজন ও কৌশলগুলো অবলম্ব করে ভোক্তা অধিকারের সহযোগী হিসেবে কাজ করব। চুনারুঘাটে সবগুলো বাজার এই মনিটরিং এর আওতায় থাকবে। দীর্ঘদিন পর সাধারণ ভোক্তারা এমন কার্যক্রম দেখে স্বস্তি অনুভব করেন।
Leave a Reply