শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাধবপুরে ৫২ মাদক কারবারি গ্রেফতার॥ মূলহোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে মাধবপুরের আজহার কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জে সরকারী কলেজ শিক্ষকদের মতবিনিময় সভা জেলা কমিটি গঠন মাদক, বাল্য বিবাহ ও ইন্টানেটে আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ চুনারুঘাটের মালয়েশিয়ান প্রবাসি তাহির ভবন থেকে পড়ে মৃত্যু মাধবপুরে ইউপি চেয়ারম্যান মাসুদ খান আটক মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার যথাযত দায়িত্ব সুষ্ঠ পরিবেশ নিশ্চিত ভুটানে ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় সাবিনা-মনিকাদের চুনারুঘাটে স্বপ্ন ভেঙ্গে চুরমার জাবেদ,ফাহিম ও শরিফুলের শ্রীমঙ্গলের আনারস যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
অলিপুরে আরএফএল কোম্পানির শ্রমিকদের বিক্ষোভ

অলিপুরে আরএফএল কোম্পানির শ্রমিকদের বিক্ষোভ

একজন শ্রমিকের মাসিক  বেতন নিম্ন ১২হাজার টাকা,  বার মাস নাইট বোনাস,  প্রত্যেক শ্রমিক কে প্রোডাকশন বোনাস, কর্মরত অবস্থায় কোন শ্রমিক আহত হলে ১০০% উন্নত চিকিৎসা নিশ্চিত করণ , এবং  যদি কোন শ্রমিক  মারা যায়, সেই শ্রমিকের পরিবারকে  সহায়তা নিশ্চিত,  একজন শ্রমিকের কাজের দক্ষতার ওপর – পদায়ন,  একজন শ্রমিকের অভার টাইম হার শতকরা ৬৭% নিশ্চিত  করতে হবে  এবং ওভার টাইম হার সীমাবদ্ধ  থাকতে পারবেনা,  প্রতি বছরের ছুটির ঢাকা শতভাগ নিশ্চিত করতে হবে এবং  পুরাতন শ্রমিকের বেতন বেশি  হলে  স্বেচ্ছায় পদত্যাগ করতে দেয়া যাবে না,  নতুন শ্রমিকের প্রতি কাজের চাপ বেশি প্রয়োগ করা যাবে না, খাবারের মান উন্নত করতে হবে,  বাৎসরিক ছুটি ৪২ থেকে বৃদ্ধি করতে হবে,   ১০০% শ্রমিক সংগঠন  করতে হবে শ্রমিকদের মধ্য থেকে,  পিসমিল বন্ধ করতে হবে, দ্রব্যমূল্যের বৃদ্ধির সাথে সাথে বেতন  বৃদ্ধি ও আন্দোলন এর সাথে জড়িত  কোন শ্রমিক কে চাকরি থেকে বিতারিত করা যাবে না, শ্রমিকের যাতায়াতে সুবিধার্থে  পুনরায় বাস সার্ভিস চালু, কর্মঘণ্টা নির্ধারণ, চাকরি স্থায়ীকরণ ও শ্রমিক নির্যাতন বন্ধসহ ৩০ দফা দাবিতে শায়েগঞ্জের অলিপুর আরএফএল কোম্পানিতে  বিক্ষোভ করেছে  কোম্পানির শ্রমিকরা। রবিবার  (১ সেপ্টেম্বর ) দুপুর ১২   কর্ম বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত  পাঁচ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে আরএফএল কোম্পানির  কয়েক হাজার  শ্রমিক। একপর্যায়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সেনাবাহিনীর মেজর মো:  শাহিন আলমের নেতৃত্বে   একটি চৌকস দল কোম্পানিতে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে ওলিপুর আরএফএল  কোম্পানীর এমডি রিতেনদ্রনাথ পাল শ্রমিকদের দাবী মেনে নিলে শ্রমিকরা বিক্ষোভ  তুলে নেয়।  শ্রমিকরা জানান, প্রায় অনুমান ১০ হাজার  শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। প্রতিষ্ঠানে শ্রমিকরা   নানাভাবে হয়রানি ও বৈষম্যের শিকার হচ্ছেন। পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম পারিশ্রমিক দেয়া হয় না। প্রাপ্ত ছুটি ও খাবারের মান নিয়েও নানা অভিযোগ রয়েছে শ্রমিকদের। এসব সমস্যা সমাধানে আন্দোলন করতে বাধ্য হয়েছেন তারা। শ্রমিকদের ৫ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে আরও ২৫ দফা দাবি যুক্ত করেন প্রতিষ্ঠানে বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তারা। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবিষয়ে জানতে চাইলে  কোম্পানীর এমডি রিতেনদ্রনাথ পাল (আর এন পাল)  সঙ্গে দেখা করতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। পরে মুঠোফোনে আরএফএল কোম্পানির এডমিন মো: সাইফুর রহমান   জানান,  শ্রমিকদের দাবী মেনে নেওয়া হয়েছে এবং কোম্পানির বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।  নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান,  কোম্পানি কতৃপক্ষ তাদের ৩০ দাফা দাবী মেনে নিয়েছেন এজন্য তারা আপাতত আন্দোলন স্থগিত করেন।  শ্রমিকরা আরও জানায় যদি তাদের দাবী কার্যকর না হয় তাহলে তাদের আন্দোলন আরও কঠোর হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com