চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের রানীগাও ইউনিয়নে ডাকাতির কালে নিহত আব্দুল হামিদ হত্যার আসামি আব্দুল হক কুটি মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত মঙ্গলবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আব্দুল হক কুটি মিয়াকে গ্রেপ্তার করে চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে র্যাব। আটক আব্দুল হক কুুটি মিয়া রানীগাও ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের হাজী হাফেজ আলীম উল্লার ছেলে।
এর আগে গত ১৫ আগস্ট বুধবার গভীর রাতে একদল ডাকাত আব্দুল হামিদের বাড়িতে ডাকাতি করতে গিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় এলাকার লোকজন আব্দুল হামিদ কে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আব্দুল হামিদের মৃত্যু হয়েছে। রানীগাও ইউনিয়নের সাধারণ মানুষের কাছে জানা যায়। আব্দুল হামিদ নিহতের অন্যতম আসামি। ডাকাত আব্দুল হক কুটি মিয়া এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত।
Leave a Reply