স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার হরষপুরে দূর্ঘটনায় আহত হওয়ার ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ফলে এ নিয়ে আলোচনার ঝড় বইছে। ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার রাত ১০টায় হরষপুর রেল স্টেশন থেকে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল দুঘটনায় রুবেল ও সালাউদ্দিন নামে দুইজন আহত হয়।
এ ঘটনা ভিন্নখাতে নিতে আহত রুবেল সালাউদ্দিনকে বলছে তাদেরকে সোয়াবই গ্রামের ব্যবসায়ী সাকিব মিয়া মারধোর করেছে মর্মে তার বিরুদ্ধে মামলা করতে হবে। এমনকি তারা দুজন থানায় গিয়েও বলবে সাকিব দুজনকে মারধর করেছে।
তবে সালাউদ্দিন মামলা করতে রাজি না হওয়ায় রুবেল মাধবপুর থানায় সাকিব ও তার পিতা সিরাজ আলীসহ ৪ জনের বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করে। এলাকাবাসী জানান, রুবেল একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে প্রতিবাদ করলে সে বিভিন্ন মামলা হামলার ভয় দেখায়। সরজমিনে গিয়ে দেখা যায়, সিরাজ আলী তিনি একজন হাজী। এলাকার বিশিষ্ট মুরব্বী হিসেবে পরিচিত। একাধিকবার রুবেলের অপকর্মের বিচার করায় তাকেও মামলার আসামি করে ফাসিয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীরা পুলিশসহ প্রশাসনের কাছে রুবেলের বিরুদ্ধে প্রতিকার চেয়ে দাবি জানান এবং অভিযোগটি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
Leave a Reply