নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের কল্যাণপুর নামক স্থানে মিতালী বাস চাপায় অর্ঘ্য ১২ নামে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। এ সময় অর্ঘ্যর বাবা অর্জুন দেব(৪৫)গুরুতর আহত হয়েছে।আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের কল্যাণপুর নামক স্থানে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পুটিজুরী ইউনিয়নের দ্বিগাম্বর বাজারের অর্ঘ্য ডের্কোরেটাস এর স্বত্বাধিকারী অর্জুন বেলা ৩টার দিকে দ্বিগাম্বর বাজার থেকে মোটরসাইকেল যুগে ছেলেকে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এমতাবস্থায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের কল্যাণপুর নামক স্থানে পৌঁছামাত্রই পিছন থেকে সিলেটগামী একটি মিতালী বাস ধাক্কা মারলে অর্ঘ্য (১২) সাইকেল থেকে পড়ে সে চাকার সাথে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অর্ঘ্যর বাবা অর্জুর (৪৫) গুরুতর আহত হলে তাকে পথচারী লোকজন এগিয়ে এসে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময় উত্তেজিত জনতা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দু’পাশে দূরপাল্লার বাস সহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। পরে থানা ও হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
Leave a Reply