স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কমিটির সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- হবিগঞ্জের মানুষ যদি আমাকে পছন্দ করেন আর বড় পরিসরে দায়িত্ব পালন করার সুযোগ পাই তাহলে সকল মানুষ সমানভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করবে। কারণ আমার কোনো পিছুটান নেই, আমি কোনো দিন অন্যায়ের কাছে মাথা নত করিনি, ভবিষ্যতেও কোনো অন্যায়ের সাথে আমার সম্পর্ক থাকবে না, ইনশাআল্লাহ। যারা অন্যায় করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দলের লোকজন যারা মনে করছেন আমাকে দিয়ে প্রভাব বিস্তার করবেন, তারা বোকার রাজ্যে বাস করছেন। নিজেরা অন্যায় করবেন না, অন্যকে অন্যায় করার সুযোগ দিবেন না। যারা খাল দখল, বিল দখল, সরকারী সম্পদ দখলের চেষ্টা করবেন তারা বিএনপি করতে পারবেন না।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থ ৯০টি পরিবারের মধ্যে নগদ ১ হাজার টাকা করে বিতরণকালে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
Leave a Reply