রবিবার, ১৮ মে ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

সাবেক অর্থ মন্ত্রী এম সাইফুর রহমানের কবরে জি কে গউছের পুষ্পস্তবক অর্পন

সাবেক অর্থ মন্ত্রী এম সাইফুর রহমানের কবরে জি কে গউছের পুষ্পস্তবক অর্পন

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যু বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এরপূর্বে মরহুম এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আলহাজ্ব জি কে গউছ। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমানের ছেলে ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইসলাম তরফদার তনু ও হাজী এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, নজরুল ইসলাম কাওছার প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com