স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- এমন কোনো অপকর্ম নেই যা শেখ হাসিনা করেন নাই। তিনি বার বার জাতিকে বোকা বানানোর চেষ্টা করেছেন, জাতিকে ধোঁকা দিয়েছেন, মানুষের ভোটের অধিকার কেরে নিয়েছেন, মানুষের বাক-স্বাধীনতা হরণ করেছেন। কিন্তু শেষ পরিণতি শেখ হাসিনার ভালো হয়নি। তাকে জনরোষে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তিনি গতকাল শনিবার বিকালে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে হবিগঞ্জ জেলা জিসাসের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা জিসাসের সভাপতি আব্দুল আওয়াল মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদা গোলজার ইভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসাসের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, সহ সভাপতি ইফতিকার উদ্দিন ফকির, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ও ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জাহাঙ্গীর আলম।
Leave a Reply