স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকাজে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করেন। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ইমদাদুল বারী জানান, ৫৫ বিজিবির একটি টহল দল সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্তর এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কাঠের গুঁড়ার বস্তা বোঝাই একটি ট্রাক আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে ৪ কোটি ৫৯ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের সাড়ে ৩ হাজার পিস ভারতীয় শাড়ি জব্দ করে। আটককৃত মালামাল হবিগঞ্জ জেলা কাষ্টমস অফিসে জমা দেয়া হয়েছে।
Leave a Reply