স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাসের চালক নিহত সহ ১০ যাত্রী গুর“তর আহত হয়েছেন। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার বেলা সোয়া ৩ টায় দিকে সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মিতালি বাস ঢাকা যাওয়ার পথে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে সিলেটগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুছড়ে যায়। এতে গাড়ীর চালক নরসিংদী শিবপুর উপজেলার নদীয়া গ্রামের সরুজ মিয়ার ছেলে সুমন মিয়া(৩০) ঘটনাস্থলে নিহত হয়। তাছাড়া গুরুত্বর আহত ১০ যাত্রীকে ফায়ার সার্ভিস, পুলিশ ও ¯’ানীয় জনতা উদ্ধার করে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান দূর্ঘটনা কবলিত গাড়ী দু’টি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
Leave a Reply