নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট সদর ইউনিয়ন ভূমি অফিস অনিয়ম অব্যবস্থা ও ঘুষ বানিজ্যের আখড়ায় পরিনত হয়েছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জমির মাকিকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা খাজনার কথা বলে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তুু কোন কোন কৃষকের কাছ থেকে ৫০/৬০ হাজার টাকা আদায় করেও রিসিট প্রদান করেন ২ থেকে ৩ হাজার টাকার। এ বিষয়ে ভুক্তভোগীরা প্রতিবাদ করলে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন নানাভাবে ভয়ভীতি দেখান। এমনই একজন আব্দুর নুর নামের এক কৃষকের কাছ থেকে ৫০ হাজার টাকা খাজনার কথা বলে আদায় করেন। অথচ ওই কৃষককে ২১৬ টাকার একটি রসিদ ধরিয়ে দেয়া হয়। কৃষক এর কারন জানতে চাইলে ওই ভূমি কর্মকর্তা উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশেই তা করা হয়েছে। এ বিষয়ে কোন উচ্চবাচ্য না করার জন্য হুমকি দেন।শুধু আব্দুন্নুরই নন এরকম অনেক কৃষকই এই কর্মকর্তার অনিয়ম দুর্নিতির শিকার হওয়ার অভিযোগ রয়েছে। দীর্ঘ সময় যাবৎ চুনারুঘাট ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত এই কর্মকর্তা এহেন কর্মকান্ড করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী কৃষকগণ।
Leave a Reply